ঝরা-দুঃখ
                লেখক:শেখ ফরিদ
স্মৃতির পাতা থেকে দুঃখ ঝরে
ঝরা পাতার মতো অঝরে,
বিষন্নতা হাতছানি দেয় আমায়।

তোমার কাজল কালো আখি দেখি
নীরবে নিভৃতে পরাণ ওঠে কাঁদি,
নিশ্চুপ হৃদয় জানে কতটা ভালবাসি তোমায়।

স্বপ্নগুলো আজও বসন্তের মতোই সাঁজে
হৃদমাঝারে শুধু দুঃখের বীণা বাজে,
কষ্টগুলো নিঃশব্দে জাগে নির্ঘুম রাত্রির সময়।

#ছোটমামা_ধানমন্ডি