জবাব দে
আমায় অন্ন দে
আমি ক্ষুধার্ত,
আমায় শীতের বস্ত্র দে
আমি শীতার্ত।
আমায় নিরাপত্তা দে
আমি পশু নই,
আমাকে দিনের আলোয়
ছিঁড়ে খেয়ে যাবে ওরা।
আমার লেখার
স্বাধীনতা দে,
আমার কলম
কারো দাস নয়।
আমায় বলার
সুযোগ দে,
আমি পরাধীন
কেনা গোলাম নই।
আমায় বিশ্বজিৎ
সাগর রুনী
আরো অজানা
হত্যার হিসাব দে।
আর কত
কাঁদবে মায়ের আঁখি,
কত গুম করে
কত লাশ ফেলে দিবি ফাঁকি।
কি হবে!
দিয়ে তোর এত অর্জন
যদি আসল স্বাধীনতা আরোহী
হয় সকলদিক দিয়ে বর্জন।
আমায় দে দে উত্তর দে উত্তর
আমায় জবাব দে জবাব,
না হলে বদলে দে
বদলে দে আহাজারি স্বভাব।
#ছোটমামা_ধানমন্ডি