জীবন প্রেম
    লেখক:শেখ ফরিদ

নীরব শান্ত পরিবেশে
তুমি আমি সামনাসামনি বসে,
বলেছিলে তুমি কত কথা আড়চোখে
আর বার বার পলক লুকাচ্ছিলে আমায় দেখে।

অষ্ঠে তোমার মৃদু হাসি
আখি বলে কতটা ভালবাসি,
এখনি সময় হাতে রেখে হাত
বলতে চাই ভালবাসি ভুলে সব জাত।

তোমার সকল উপদেশ,ভালবাসা
নিভৃতে হৃদয়ে করব ধারণ একটি আশা,
কখনও পেয়ে হারাতে চাই না তোমায়
তোমায় ঘিরে থাকবে শুধু অপেক্ষার সময়।

ভালবেসে শুধু পেতে হয় কাছে
কোথায়, কোন প্রেম কাব্যে লেখা আছে,
ভালবাসা নিয়ে আসে জীবনে নতুনত্বের সভ্য
রচনা করে রেখে যায় অপ্রস্তুত মহাকাব্য।

#ছোটমামা_ধানমন্ডি