জীবন অংক
                লেখক:শেখ ফরিদ
জীবন নামের সরল অংক
কষতে গিয়ে বার বার তা,
হয়ে যাচ্ছে জটিল
ভাগশেষটা রয়েই যাচ্ছে, হচ্ছে না নিঃশেষ তা।

কখনও যোগ-বিয়োগে
রয়ে যায় অতৃপ্ত দ্বন্দ্ব,
কখনও বা গুন-ভাগের
কারণে জীবন অংক হয়ে যায় বন্ধ।

আসলে জীবন অংকটা
অতি অসাধারণ,
অযথা জটিল সূত্র করে প্রয়োগ
তাকে এনে দেই নানা বরণ।

#ছোটমামা_নিখোঁজ