জীবন-মায়া
লেখক:শেখ ফরিদ
জীবন নামের মায়ার সংসারে
ডুবে আছি আমরা সবে,
বন্ধু-বান্ধব সকলে উচ্চ স্বরে বলে
না থাকিলে আমি,কেমনে তারা রবে!
আসলে সবি এই ভবঘরের
মায়ার কুন্ডলির এক মোহ,
প্রাণ পাখি চলে গো যেদিন যাবে
সেদিন হতে আমায় নিয়ে মাতবে না আর কেহ!
আদর যত্ন সবি হবে
সেটা শেষদিনের মতো তবে,
আমার নামে জ্বলবে না আর প্রদীপ কোন
রাখবে না মনে কেহ,আফসোস মনা তুমি যাকে আপন মানো।
শুধু একজন, শুধু একজন
ঝরাবে অশ্রু দিবানিশি,
যার মুখানি ঐ দূর
আকাশের কালশশী।
সে আমার জন্মদাত্রী
কাঁদিবে সন্তানের শোকে দিবারাত্রি,
আর সবে,আর সবে মূলে
তোমায় যাবে মনা ভুলে।
জীবন নামের মায়ার সংসারে
ডুবে আছি আমরা সবে,
বন্ধু-বান্ধব সকলে উচ্চ স্বরে বলে
না থাকিলে আমি,কেমনে তারা রবে!
#ছোটমামা_নিখোঁজ