যে দিন আমি থাকবো না
যেদিন আমি আর এই পৃথিবীতে থাকবো না
তোমার জন্য আর কখনও হবে না রঙিন ছবি আকা,
নিজেই হয়ে রবে কোন অস্পষ্ট দেয়ালের সাদাকালো ছবি।
আমি শুধু থাকবো না,পড়ে থাকবো আমার সবি।
শুনো বলি তোমায়,
যখন আমি থাকবো না।
তুমি নীল শাড়ী পড়ে
দাঁড়িয়ে থেকো সুবর্ণখালী নদীর পাড়ে,
মেঘকালো চুলের খোপাটা রেখো খুলে,
যেন দক্ষিনা বাতাসের মাতাল হাওয়ায় দোলে।
আমি যেদিন থাকবো না
শুনাবে বারান্দায় বসে তোমার সব প্রিয় গান
স্মৃতিগুলো সব পড়বে মনে আর কাঁদবে তোমার প্রাণ
মধ্যরাতে মুঠোফোনে আর কেউ
তোমাকে বলবে না ভালোবাসি,
সবি হয়ে যাবে শুধু স্মৃতি রাশি রাশি
আমি যে দিন থাকবো না।
বলবো না আর কখনো
পড়তে তোমায় নীল শাড়ী,
পড়তে চোখে কাজল,আর কপালে টিপ,
জ্বলবে না আমার নামে প্রদীপ।
বুজবে তুমি,কে ছিলাম আমি
হাজার খুজে সেদিন পাবে না তুমি,
যেদিন থাকবো না আর আমি।
লেখক:#ছোটমামা