হৃদয় কথা

কতবার তোমায় দেখেছি
ঐ রাস্তার পাশে দাঁড়িয়ে,
দিয়েছি কত শত হৃদয় চিঠি উড়িয়ে
হৃদয় পলক খুলে লুকিয়ে লুকিয়ে
সেটা শুধু জানে ঐ অন্তরযামী।

কতবার বলতে গিয়ে কথা
বলি নি,যদি লও মনে ব্যাথ্যা
সে কথা জানি আমি,
আর জানে আমার অন্তরযামী।

আমার জন্ম হয়তো তোমার জন্য,
    তবু তুমি অনেক দূরে,
মনপাখিটা হাজার বার যায় তোমার কাছে উড়ে।

তুমি চোখ মেলে দেখো একবার
আমার হৃদয় পাখিটার কারবার,
একবার নয়,পড়েছি তেমার প্রেমে বার বার।
সে কথা জানি আমি
আর জানে আমার অন্তরযামী।

তুমি একবার এসে বলো শুধু
ভালোবাসি তোমায় আমি,
কতটা সুখ পাবো আমি,
সেটা জানে আমার অন্তরযামী।

লেখক:#sheikh_farid(#ছোটমামা)