হঠাৎ আজ রাতে!

       লেখক:শেখ ফরিদ

আমায় নিয়ে অপ্রকাশিত
সব কাব্য রটার কারণ?
কারণ!কারণ জানতে চাও?
কারণ বলতে হয় না,কারণ বলা বারণ।

রাখো তোমার ছুঁচালো কথা
আমি বুজি না এসব গম্ভীর কথা,
আমার জন্য হলো কেন!
কেন এ বকুল ফুলের মালা গাঁথা?

বকুল ফুল!
কিসব বলছো?
আমি তো বকুল ফুল ছোঁয়েও দেখনি
আর মালা গাঁথা এটা স্বপ্নেও ভাবিনি।

আচ্ছ শুনো, এসব কথা রাখো এবার
আজ পূর্ণিমার রাত,
দেখো কেমন বারে বারে
মুচকি হাসি দিচ্ছে চাঁদ।

#ছোটমামা_নিখোঁজ