হলুদ পাখি

হলুদ পাখি হলুদ পাখি
কোথায় তোমার দেশ,
হলুদ গায়ের রঙ
লালচে রঙের ঠোট,
আলতা রাঙা পা
কোথায় চলেছো
করে ভর ময়ূরপঙ্খী নায়।

পাখি তুমি কার মনআকাশ
জুড়ে করো বসবাস,
কার জন্য এত সাঁজ,
কার জন্য এত প্রেম
মনে করো চাষ।

ভেবে চিন্তে দিও পাখি
তোমার প্রেমের মালা
সুখে তোমার পাশে থেকে
দুঃখে যেন করে না অবহেলা।

লেখক:ছোটমামা
৩০.০৫.২০১৭