একুশের বল

একুশ মানে
বাতাসে কৃষ্ণচূড়ার মুক্ত গন্ধ।

একুশ সংখ্যা গননায় অবশ্য অল্প
রয়েছে এতে গাঁথা ইতিহাসের অনন্য গল্প।

শিশু কথা বলে নিজ মাতৃকুলে
এই মহান একুশের বলে।

মুক্তমঞ্চে ঠাকু মা ঝুলি খোলে
এই মহান একুশের বলে।

শত কবি,শত বীর,শত নেতা কন্ঠ দেয় মেলে
এই মহান একুশের বলে।

পৃথিবীর আটাশ কোটি মানুষের ওষ্ঠ দোলে
এই মহান একুশের বলে।

ভাষার জন্য দিয়েছে প্রাণ
আর কোথায়, কোন কালে,
বাংলার দামাল ছেলেরা করেছে প্রমাণ
এই মহান একুশের বলে।

একুশ আমার অহংকার
একুশ আমার ভাইয়ের রক্তে কেনা,
একুশ আমার বিজয়ের হুংকার
কোন দিন কখনও শোধ হবে না এ দেনা।

একুশের প্রতি অজস্র সালাম,ভক্তি
এই মহান একুশের বলেই মিলেছে মুক্তি।

#ছোটমামা_ধানমন্ডি