এক কাপ চা
প্রিয়তম চারু
আজ সকালে ঘুম ভাঙল
তোমার সেই প্রিয় মুখচিত্র দেখে,
তুমি কোন এক জন্মদিনে দিয়েছিলে
আমায় সেই ছবিখানা একেঁ।
আজ সকাল থেকেই
অনেকের হাতের অনেক চা খেয়েছি,
কিন্তু জানো চারু, বার বার চায়ের কাপে
তোমার স্পর্শ খুঁজছিলাম।
তুমি প্রতিদিন সকালে এসে
আমার লেখার ঘরে,
ভেজা এলোকেশে আমার পাশে বসে
এক কাপ চা দিয়ে যেতে।
হাতে লয়ে সেই চায়ের কাপ
আমি মনে নিয়ে পরমানন্দ,
প্রতিটি চুমুকে চুমুকে
খুঁজে পেতাম তোমার স্পর্শের গন্ধ।
আচ্ছা চারু
এখন আর কোন চায়ের কাপে
কেন খুঁজে পাই না তোমার স্পর্শের গন্ধ,
তবে কি আজ তুমি চলে গেছ বলে
আমার সকল ইন্দ্রিয় হয়ে গেছে চিরতরে বন্ধ।
চারু আর একটি বার ফিরে এসো
দক্ষিণা জানালা খুলে,
দুজনে আবার কড়া লিকারে চা খাবো
মনের সকল দুঃখ যাতনা ভুলে।
#ছোটমামা_সরিষাবাড়ী_জামালপুর।