ইচ্ছে-৩
হতাম যদি রঙিন তুলি
প্রতিটি গদ্যে পদ্যে আকঁতাম তোকে।
হতাম যদি পাখি
উড়ে যেতাম তোর আঁকা ছবি লয়ে বুকে।
হতাম যদি হঠ্যাৎ কোন সন্ধ্যাবেলা
গোধূলি মিশিয়ে দিতাম তোর গায়।
হতাম যদি সন্ধ্যা প্রদীপ
আলোকিত করতে পারতাম তোর সন্ধ্যা।
হতাম যদি বকুল ফুল
নিজ হাতে গেঁথে মালা রাখতি গলে।
হতাম যদি হঠ্যাৎ মেঘ
বৃষ্টি হয়ে ঝরে তোর চুল বেয়ে সর্বাঙ্গে পড়তাম ঢলে।
হতাম যদি শীতের চাদর
পেতাম তোর উষ্ণ পরশ।
হতাম যদি শীতল হাওয়া
উড়িয়ে দিতাম তোর এলোকেশ।
হতাম যদি শাড়ীর আঁচল
বুক জুড়ে মিশে থাকতাম।
হতাম যদি কলম
প্রতিটি লেখায় পেতাম তোর স্পর্শ।
হতাম যদি কাজল
থাকতাম পেতে আসন জুড়ে তোর আঁখি।
#ছোটমামা_ধানমন্ডি