আমি কোন কবি নয়
কবিতা দিয়ে করব তোমাকে জয়।

আমি নয় কোন
সুখের ফেরিওয়ালা
দুঃখকে করে বিদায়
পরাবো সুখের মালা।

আমি নয় কোন জাদুকর
থাকবো তোমার সাথে জীবনভর।

আমি নয় কোন রাজপুত্র
নিতে আসবো ঘোড়া চেপে।

আমি এক সাধারন পথিক
মনের কোণে স্বপ্ন খেলে অধিক।

আমি এক ছায়ামানব,
হারাবো একদিন ঠিক
ঐ মিথ্যা,মায়াবী
অহংকারীর দানব।

#ছোটমামা_ধানমন্ডি