দুরালাপনি
ক্রিং, ক্রিং ক্রিং
শব্দ করে বেজে ওঠলো টেলিফোনটা
ঘরের এক কোণে
চমকে গেল চারুর মনটা।
চারু মনে লয়ে ভয়
টেলিফোন তুললো কানে..
হ্যালো চারু আমি রূপ
রূপ কে!
চিনি না, কেন দিয়েছো ফোন,
শুনো শুনো শুনো দিয়ে মন।
রূপের ফোন পেয়ে চারু
মনে হলো শীতের জরাগ্রস্থতা
কাটিয়ে নতুন পাতায়
ঋব্ধ হয়ে উঠছে রিক্ত বৃক্ষাদি।
বুকে মায়া আর ভালবাসা
মুখে লয়ে হাজার অভিমান,
চারু চাচ্ছিলো রূপকে বুঝাতে
তাঁর জন্য কাঁদেনি মণ প্রাণ।
রূপ বললো...
আছো কেমন চারু?
অত্যন্ত মায়া আর ভালবাসায়
রূপের কন্ঠ হয়ে ওঠল কেমন সরু!
ভাল আছি,
তুমি আবার কেন?
আবার মায়া বাড়িয়ে
চলে যাবে আমাকে পুড়িয়ে।
এই বলে রেখে দিল...(ফোন)
চারু নীল শাড়ির আঁচল
মুখে পুরে গেল শয়নকক্ষে,
কমল গালে বেয়ে চলে আসলো আখি জল
দাবানলের আগুন মন পুড়ে আসল বক্ষে।
#ছোটমামা_ধানমন্ডি