দক্ষিণে অবেলা বকুল

সেবার বাড়ী গিয়ে লক্ষ করলাম
আমার থাকার ঘরের জানালাটা,
সেখান দিয়ে আগের মতো আর
দক্ষিণা বাতাস বহে না.....!!!
কিন্তু কারনটা???

কারনটা....
বেশ আগ্রহ লয়ে মনে
কথা হলো সেই
অবেলা বকুল গাছটার সনে।

সে কেমন যেন আগের মতোন নেই
তার বাকলে,শাখায়,পাতায়
সর্বাঙ্গে পরিবর্তন
কেন?কোন অবহেলায়!

দক্ষিণা বাতাসে শাখাসহ দেহ নাচতো যার
আগে তার অঙ্গে থাকতো তরতাজা ফুল,
তবে কোথায় হারিয়ে গেল সে রূপ যৌবন
কিবা এমন করেছিল ভুল?

#ছোটমামা_সরিষাবাড়ী_জামালপুর