চঞ্চলা মেঘবালিকা
লেখক:শেখ ফরিদ
বেশ কয়েকদিন হলো করছি খেয়াল
মেঘবালিকার মনটা ভীষণ ভালো,
যখন ইচ্ছে যেমন করে অভিমাণ ঝেরে
সাঁজছে ইচ্ছে যত শুভ্র আর কুচকুচে কালো।
মেঘবালিকার গায়ের রং কৃষ্ণকালো
মায়াবী ডাগর ডাগর বাঁকা দুনয়ন,
বিজলী মাখা দুটি ভ্রু
আলতা পায়ে মেখেছে সুরু।
মেঘবালিকার মনে বুজি
লেগেছে বৈশাখের সুখ,
তাই তো ঘন ঘন
দেখাইতেছে তাহার কৃষ্ণকালো মুখ।
#ছোটমামা_নিখোঁজ