চন্দ্রাবতী
  
লেখক: শেখ ফরিদ
আমি যখন তাকাই
ঐ মুক্ত আকাশের দিকে,
চন্দ্রটাও আমায় দেখে
কেমন কাঁদে ফিকে ফিকে।

আকাশ ভরা
হরেক রকম তারা মেলা,
তবু নিশ্চুপ দুঃখগুলো
পায় শুধু চন্দ্রের অবহেলা।

কখনও চন্দ্র কাঁদে
একা একা অতিশয় করে বিনয়,
কখনও চন্দ্র হাসে
করে নিখুত মিথ্যে অভিনয়।

চন্দ্র জানে তার
বুক ভরা আগুনের কথা,
কিসে বুঝিবে কালা
চন্দ্রের মনে কত যে ব্যাথা।

সকলে থাকে
নিজের তরে,
নিজে বাঁচি
তবে দেখবো পরে।

এই যদি হয়
আপনার প্রতি কামনা,
তবে কি বিশ্ব বিধাতা
আপনার থেকে ভালবাসা পাবো না।

#ছোটমামা_ধানমন্ডি