চাঁদ

সত্যি করে বলতো চাঁদ
আসলে তুমি কার?
অমন অবাক দৃষ্টিতে
আমায় দেখছো বার বার।

একি একি- কি হলো!
লুকাচ্ছো কেন মুখ?
তোমায় না দেখলে যে
অভাগার মনে আসবে না সুখ।

চাঁদ অনামিকা ছুঁয়ে
আমার ওষ্ঠে বলে,
এবার দাও বিদায় আমায়
যেতে হবে ফিরে ভোরের কোলে।

সত্যি তুমি যদি যাবে,তবে
কেন আসো নিয়ে মায়া রহরহ
অতৃপ্ত মন জুড়ে শুধু
রেখে যাও অদৃশ্য সব বিরহ।

#ছোটমামা_ধানমন্ডি