চাঁদের বুড়ি

ও চাঁদের বুড়ি,ও চাঁদের বুড়ি
তোমার হাত দুখানায়
সাদা রঙের কিসের ঝুড়ি?
ও চাঁদের বুড়ি,ও বুড়ি।

আমায় বলছো?
নয়তো কে আবার!
চাঁদে বসে সারাক্ষণ
চাঁদের আলো করছো সাবাড়।

মুচকি হেসে বুড়ি..
নেড়ে নেড়ে সাদা ঝুড়ি,
বললো এতে আছে..
সুখ আর দুঃখ।

সুখ আর দুঃখ বেচারা
ওরা বুড়ির ঝুড়িতে চিরবন্দি,
তোমার কি চাই,সুখ নাকি দুঃখ
এই বলে বুড়ি করতে চায়ছে সন্ধি।

আমার কিছু চাই না বুড়ি
আমার আছে হাজার ভাবনা
নিবে তুমি,নিবে তুমি?
ওমা তোমার ভাবনা দিয়ে
কি হয়, কি করো ওটা?
ভাবনা দিয়ে অনেক কিছু হয়।
ভাবনা দিয়ে তোমায় দেখি,
তোমার ছবি আঁকি।
তুমি আমার ভাবনার
মনে আঁকা চাঁদেরবুড়ি।

আচ্ছা আমি যাই এখন
আবার আসবে কখন বুড়ি??
আবার আসবো তখন
যখন খালি হবে তোমার দুঃখের ঝুড়ি।

ওহ আমার দুঃখের ঝুড়ি হবে না খালি
তোমার আসাও হবে না বুড়ি,
কারন বড্ড বেশি ভারি যে
আমার দুঃখের ঝুড়ি।

#ছোটমামা_ধানমন্ডি