বুড়ির কবিতা
এখন বয়স তোমার ঠিক ষাট এর ঘরে
তুমি তোমার ইজি চেয়ারটায় বসে বসে
ভাবছো কেউ তোমায় একটা প্রেমের কবিতা দিক
কিন্তু না তা আর সম্ভব না,পাচ্ছো শুধু দীর্ঘশ্বাস শেষে।
এখন তোমার আগের মতো কিছুই নেই
নেই সেই আগের মতো দাম্ভিকতা
নেই সেই দারাজ কন্ঠ,বলতে পারো না আর
এত বড় স্পর্ধা, ছিড়ে ফেলো না আর কোন প্রেমপাতা।
কারনটা খুবই ছোট্ট তা তোমার বয়স
তোমার সেই রূপ যৌবন আর নেই,
তাহলে ভাবো তোমাকে কিভাবে
একখানা প্রেমের কবিতা দেই।
তুমি সেই ফরিদের কবিতাকে তুচ্ছ
করে বলতা,এযুগে কেউ এসব কবিতা পড়ে?
আর আজ দেখো তুমি তোমার সেই মনটাই
একটা প্রেমের কবিতার খুঁজে ছুটছে দৌঁড়ে।
তাই বলি আমি এখন তো
তোর বয়স সবে কুড়ি,
কেন হারাবি আমায়? থাকবো পাশে
তুই যখন হবি আমার বুড়ি।
তখনও তোকে নিয়ে
লিখব,শুনাবো প্রেমের কবিতা শত,
কখনও হবি ছোট্ট ফুল,কখনও ভুল
কখনও রঙিন প্রজাপতি আছে ইচ্ছে যত।
তোর জন্য লিখব প্রেমের কবিতা
ছন্দ ছাড়া, গন্ধ ছাড়া প্রেমের কবিতা
কারন আমি তো নয় কোন কবি
বলনা, বলনা তুই আমার হবি?
#ছোটমামা_ধানমন্ডি