বসন্তের হিসাব
                    লেখক:শেখ ফরিদ
বসন্ত লুকিয়ে কারো মনে
বসন্ত জ্বালে আগুন কারো প্রাণে,
বসন্ত কারো জীবনের নতুন সুর
বসন্ত কারো জীবন থেকে বহু দূর।

বসন্তকে নিয়ে কেহ আনন্দে মাতে
বসন্ত নিয়ে কেহ নীরবে কাঁদে রাতে,
বসন্ত নিজেই জানে না কেন সে আসে
শুধু নিত্য নতুন দুঃখ-সুখের বার্তাসহ ভাসে।

বসন্তে কোকিল ভাঙে অভিমান
ফুলে ফুলে ঢেলে দেয় নতুনত্বের প্রাণ,
বসন্ত আসে প্রতিটি মদনপুরে
জীবনের নিত্যানন্দ সব সুরে।

বসন্তের নতুন ভোর,নতুন সূর্যোদয়
বসন্ত ছুঁয়ে যাক সবার হৃদয়,
সব জড়তা কাটুক বসন্তে
স্থাপন করুক প্রেমানন্দে।

#ছোটমামা_ধানমন্ডি