বিষাক্ত স্মৃতিপট
          লেখক:শেখ ফরিদ

প্রিয়তম জানো,
এখন আকাশ কালো মেঘে
ঢেকে গেলে আর ভয় হয় না,
বিকট শব্দে বজ্রপাত শুনেও
পথচলা আর থমকে দাঁড়ায় না।

এখন কারো হৃদয়ের সুর
আমার হৃদয় মন্দিরে ধ্বনিত হয় না,
কারো স্বপ্নের সাথে, আমার
চিরচেনা স্বপ্ন গুলো মেলানো হয় না।

কারো বাগানে ফোঁটা
হাসনাহেনা,বকুল,কামিনী,
ফুলের গন্ধে আর এখন
বয়ে চলে না ধমনী।

কারো হাতের স্পর্শে
আর জাগে না নতুন ভোর,
কর্ণপাত নাহি হয়
স্নানের সময়ের গুন গুন সুর।

কারো ভেজা চুলের
বাঁধনে নাহি পড়ি বাঁধা,
কৃষ্ণের মন এখন
সকাল সন্ধ্যা জপে নাম রাধা

অন্ধকারে কানের কাছে
ফিস ফিসে আর হয় না শুনা বুলি,
অনামিকার ছোঁয়া ঠোটে
আজ কেবল বিষাক্ত ধূলি।

#ছোটমামা_নিখোঁজ