বাঞ্চা
শোন চারু.....
যাবার আগে যাই বলে
শেষ বিকালে হলেও প্রতিদিন
একবার আসিস তুই
নীল শাড়ী পরে মদনপুরে চলে।
মনে রাখিস তুই ছাড়া
মদনপুর হয়ে যাবে উষ্ণ মরুভূমি,
তোর ছায়া না পরলে জলে
প্রাণ হারাবে স্রোতস্বিনী।
তোর ছোয়ায়
তরু পায় বাহারি রঙ্গন,
তোমার মায়াবী স্পর্শে
মাতার মমতা পায় নন্দন।
তাই বলি
রাখতে সতেজ
হিজল দিঘির ইন্দিবর
আসিস ফিরে দিন কয়েক পর পর।
নিতে যাবে তোকে
হরেক রকমের ময়ূরপঙ্খি তরণী,
চাতকের মতো চেয়ে চেয়ে
দেখবে উত্তাল ধরণী।
এসে মদনপুর
হাটবি খালি পায়,
মাঝরাতের জ্যোৎস্না
মাখবি আপন মনে সারা গায়।
#ছোটমামা_ধানমন্ডি