বাবা
যার জন্য দেখেছি এই পৃথিবীর
অপার সৌর্ন্দয্য,চোখে মেলেছি আলো,
শিখেছি জীবনের মানে
বুঝেছি সাদা, কালো,মন্দ ভালো।
সে আর কেও নয় আমার বাবা
যার ছবি অন্তরে রেখেছি আঁকি
যাকে সব সময় নিজের স্বার্থে
পেয়েছি বিপদের মাঝে ডাকি।
কখনও বলে না
এটা পারব না দিতে,
নিজে কষ্ট করে
উষ্ণ পোশাক দিয়েছে শীতে।
নিজের সব দুঃখ কষ্ট
লুকিয়ে নীরবে নিজের মাঝে,
অনবদ্য ছায়া হয়ে থাকে পাশে
সকাল সন্ধ্যা সাজে।
বিভিন্ন উৎসব,পার্বণে
স্বজনের সব কিছু দিতে,
নিজের সুখের জন্য
কখনও চান না কিছু কিনতে।
তিনি চান না কোন রাজ্য
নিজের জন্য পিটান না ঢাক,
শুধু এতটুকুই চান
তার রাজকুমার সর্বসুখে থাক।
হাজার সালাম মহাপুরুষ তোমাকে
পারবো না ছাড়তে তোমার আদর্শ জীবনে,
বলনা তোমার এ ঋণ
কি দিয়ে শোধ করি কেমনে?
#ছোটমাম_ধানমন্ডি