আর একটিবার
        লেখক:শেখ ফরিদ
আলো তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে আধাঁরের মাঝে।

সুখ তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে দুঃখের মাঝে।

হাসি তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে কান্নার মাঝে।

প্রেম তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে বিরহের মাঝে।

ভালবাসা তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে ঘৃনার মাঝে।

স্বপ্ন তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে নিঃস্বঙ্গ একক ঘুমের মাঝে।

মায়া তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে গোধূলির অবহেলার মাঝে।

সবুজ তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে নির্জাস বনানীর মাঝে।

ঝর্ণা তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে পাথরে আছড়ে পড়ার মাঝে।

পদচিহ্ন তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে নির্দয় শহরের পিচ ঢালা পথে।

অশ্রু তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে নির্ঘুম কোন চোখের কোণে।

সর্বনাস তুমি কি আমায়
আর একটিবার খুঁজবে ছলনাময়ী কোন নারীর ঠোটের কোণে।

#ছোটমামা_ধানমন্ডি