আমার ভালবাসা

জানিস চারু.....

সবার মতো সব দেওয়ার
যোগ্যতা আমার নেই জানি,
তাই তোর চলে যাওয়াটাও
নিতান্তই আমি মানি।

সবার মতো করে
মিটাতে পারবনা সব স্বাদ,
এনে দিতে পারবনা
ঐ দূর নীল আকাশের চাঁদ।

পারবো না তোক
বিরাট রাজ্যের,
করতে রাজরানি
তাও আমি মানি।

পারবনা সাত সমুদ্র আর
তের নদী দিয়ে পাড়ি,
আনতে মণি,মুক্তা,হিরে জহরত
ভরে শত শত হাড়ি।

তবে কথা দিয়েছিলাম করবো না হতাশ
এনে দিব নীল রঙের কাঁচের চুড়ি আর শাড়ি,
পূর্ণিমার রাতে নৌকায় শুয়ে শুয়ে
দুজনে মিলে চাঁদ দেখে দেখে প্রেম যমুনা দিব পাড়ি।

তোকে এনে দিতে পারি একটি মালা
যে মালা অবেলা বকুল ফুলে গাঁথা,
শুকিয়েও যার মধ্য রয়ে যায়
হাজার প্রেমিক প্রেমিকার বিরহের কথা।

#ছোটমামা_সরিষাবাড়ী_জামালপুর