আমার শৈশব
বাঁশের সাকো হয়ে পাড়
আঁকা বাকা মেঠো পথ দিয়ে,
পাড়ার ছেলে সবে মিলে
যেতাম স্কুলে হাতে কাঠপেন্সিল আর বই নিয়ে।
টিফিনে সবে মিলে খেতাম
আইসক্রিম আর হাওয়াই মিঠাই,
কারো সাথে কেউ করতাম না ঝগড়া
সবে মিলে গড়ব একতা ছিল পণ একটাই।
সবে মিলে নাইতে যেতাম
দুপুরবেলা ফিরে বাড়ী,
ওপার থেকে নীলপদ্ম
আনিতাম তুলে সাঁতরে নদী পাড়ি।
সন্ধ্যাবেলা খেলতাম
ইচিং বিচিং,গোল্লাছুট, কানামাছি,
মা আসতো লাঠিয়ে নিয়ে
খেলা ছেড়ে পালিয়ে বাঁচি।
রাতের বেলা সবে মিলে
বসতাম পড়তে জ্বালিয়ে কুপি,
রাতের জ্যোৎস্না, রাতের তারা,
রাতের জোনাক, রাতের আকাশ দেখতাম বহুরূপী।
ভোর হতো মোরগের ডাকশুনি
সোনামুখি ঊষাখানির সোনামাখা
রোদ এসে পড়তো উঠানবাড়ী,
সবি যে স্মৃতি এখন, পাই না আর দেখা।
আবার যদি পেতাম ফিরে
আমার সোনাময় শৈশবখানি!
পরাণ জুড়ে হাহাকার
তা আর পাবো না কখনও জানি।
#ছোটমামা_ধানমন্ডি