আমার বাংলা নয় বাঙলিশ
লেখক:শেখ ফরিদ
আমার আমি শিখেছি যবে বুলি
বাঙালি হয়ে গেছি এখন বাংলা ভুলি,
আমি এখন হতে চটপটে মরিয়া
বাংলা ভুলে দিচ্ছি পাড়ি ভিনদেশির হাত ধরিয়া।
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
প্রতুল মুখোপাধ্যায়ের এ কথায়, গানে ভরে না কার বুক?
বাংলা আমার নাড়িছেড়া প্রাণ,
বাংলা আমার গর্বের ধন।
যখন শুনি বাংলা আর ভিনদেশি ভাষা
এক করে করছে, আমার বাংলার হেলা,
ও ভাই, ও বোন দীপ্ত কন্ঠে শুনো
বাংলা আমার রক্তের ভাষা,পারলে বাংলায় স্বপ্ন বুনো।
ইচ্ছে হলে তুমি, সারাদিন অন্যভাষায় করো মাতামাতি
ভুলেও করো না তুমি ভুল গজিয়ে ওঠতে রাতারাতি,
আমার বাংলা আর অন্যভাষার করো না সংমিশ্রণ
পারলে তুমি আলাদা আলাদাভাবে করো ভাষার জ্ঞান অর্জন।
#ছোটমামা_ঠিকানাগুপ্ত