এখন সে

এখন সে কেবলি
রঙিন মেঘের সাদা ছায়া।

এখন সে কেবলি
মিথ্যে স্বপ্নের পাজর ভাঙা কায়া।

এখন সে কেবলি
দম বন্ধ করা একরাশি মায়া।

এখন সে কেবলি
কবিতার মিথ্যে ছন্দ।

এখন সে কেবলি
ভালবাসা নামে আবেগের দ্বন্দ্ব।

এখন সে কেবলি
বিষ পান হীন নীল কন্ঠ।

এখন সে কেবলি
মিথ্যা আবেগময় উৎকন্ঠ।

এখন সে কেবলি
রূপালি চাঁদের আলোর রূপ।

এখন সে কেবলি
বিষমাখা সন্ধ্যাবেলার ধূপ।

এখন সে কেবলি
নারী নয় নারীরূপী সর্পী।

এখন সে কেবলি
আলোর ও কালোর বলে দর্পী।

#ছোটমামা_ধানমন্ডি