আমি বলি কি
আমাকে একখানা ছন্দভরা
প্রেমমাখা গন্ধভরা
কবিতা দিবি??

কবিতায় তুই হবি
ঘন মেঘের আড়ালের কালো শশী
দেখিব তোর মুখ
জাগিয়া অপ্রহর নিশি।

বাঁশ বাগানের উপর দিয়ে
দিবি মুখখানা বের করে উঁকি
সঙ্গে আমার থাকিবে না কেহ
থাকিব আমি একা সখি।
#ছোটমামা_ধানমন্ডি