আজও ভুলিনি তোমায়,ভুলতেও পারিনি
অনেক করেছি চেষ্টা ভুলার কিন্তু বিবাগী মন শুনেনি।
কারন তুমি ছিলে আমার হৃদয় মন্দিরের
প্রথম প্রজাপতি,
সেদিন ছিল না কোন প্রেম মনে!
তুমি এসে বাজিয়ে গেলে হৃদয় মন্দিরের ঘন্টা।
আমার সত্যি ছিল তারুন্নের প্রেম
তুমি জাগিয়ে ছিলে
সেই ভালবাসা আর প্রেম।
তোমার ঐ রঙিন পাখার সব রং
দিয়েছিলে আমার হৃদয় মন্দিরে ঢেলে,
একেছিলে কতশত প্রেমের আলপনা
ছিল যত আমার আর তোমার মনের যল্পনা-কল্পনা।
সবই যেন হরন করে নিয়ে গেল
কোন এক তীব্র হৃদয় ভাঙ্গা ঝড়।
কোন এক অজানা বর্ষা এসে,,
ধুয়ে মুছে নিয়ে গেল জীবনের সব রং।
এখন আমার হৃদয় সিংহাসন পড়ে আছে খালি
কখনও তুমি আর ফিরবেনা জানি।
তুমি গেছো জিতে আমিই গিয়েছি হেরে
তাইতো আমি আজো ভুলিনি তোমায়,
জানি তুমি ভুলে গেছ আমায়