খাঁটি ভালবাসা বলতে কিছুই নাই,
যা আছে তা শুধুই
অপিত্র,
অসম্পূর্ণ,
ত্রুটিপূর্ণ,
পবিত্রতা বলে কিছুই নাই,
যা আছে তা হলো,
মোহ,
উচ্চাশা,
লালসা,
ভাল বলে কিছুই নেই,
যা আছে তা হলো
আপেক্ষিক,
পরিস্থিতি,
প্রিয় বলেও কিছু নেই,
যা আজ প্রিয় তা একদিন
অপ্রিয়,
পরিত্যাজ্য,
বিষাক্ত,
সুন্দর বলে কিছুই নেই,
সৌন্দর্য হারিয়ে যায়,
পূণ্য বলে কিছুই নেই,
সব বানী,
চরিত্র বলেও কিছু নেই,
যা আছে তা হলো বুলি,
লোকদেখানো,
'খোলস'
একবার ভেতরে প্রবেশ করেই দেখ না
কত কাঁদা কত জল,
সম্পর্ক বলে কিছুই নেই,
যা আছে তা শুধুই প্রয়োজন,
আকর্ষণ,
দয়া,
স্নেহ সহমর্মিতা ছাড়া আর কিছুই না,
সময় বলে কিছুই নেই,
তুমি যে কাজ যখন করো
তখন তাকে সময়ের নামে চাপিয়ে দাও
কারন অস্তিত্বে,অস্থিমজ্জায়,অনুতে পরমানুতে
তুমি হিসাবী!
এবং তোমার সৃষ্টিকর্তা আরও বেশি বিচক্ষণ
অঙ্ক ভালোই কষে,
হিসাবে কারচুপি করে,
আর তার ভুল হিসাবের ফসল তোমরা
ভুল করবে না তা কি করে ভাবো?
ভুলেভালে ভরা মানুষ,
সংকোচন-প্রসারণের মানুষ,
আদর্শ কি?
তা কি মানুষই তৈরি করে নি?
আচার কি?
রীতি নীতি কি?
ব্যবহার কি?
শিল্প কি?
ধর্ম কি?অধর্ম কি?
পাপ কি?পূণ্য কি?
বিধান কি?
শাসনতন্ত্র কি?
এসবই-কি মানুষ তৈরি করে নি?
ভুলেভালা ভরা মানুষ,
বিশ্বাসী-অবিশ্বাসী মানুষ!
কৃত্রিম-অকৃত্রিম মানুষ!