আমার কি তুমি শিল্প হবে?
আমার কি তুমি ফাঁকা ক্যানভাস,সাদা কাগজ,কলমের কালি,অভ্র কীবোর্ড, ফ্যাকাশে সাদা-নীল জগত কি হবে?!
আমার কি তুমি বড়াই-ঘেরাও-ছাউনী-সুবাতাস-মূল-শাখা-মঞ্জরি-পত্র-পাত্র-গাত্র হবে?
আমি তোমার গায়ে ফসিল দিয়ে ট্যাটু আঁকব তারপর চুমো খাব,
তারপর,তারপর,তারপর,
অনেক কিছু হবে,
বিস্তারিত নাই বা বললাম,
তুমি শুধু পান করবে,
চোখ মেলে অথবা চোখ বন্ধ করে আমাকে দেখবে,
শিহরিত হবে,
তোমার প্রতিটি লোমকুপে আমার নাম লিখে দেব,
তুমি আমাকে ছাড়াও তাদের নিয়ে বাঁচতে পারবে,
আমাকে অনুভব করতে পারবে,
আমি না থাকলেও আমার নিঃশ্বাস তোমার কানে বাজবে,
তোমাকে উঠানামা করাবে,দোল খাবে,
তুমি কি আমার তরী হবে?
আমি তোমার বৈঠায় সাগর পাড়ি দেব,
তোমার কোলে বসে মালভুমি রচনা করব,
সেই ভুমিতে একটা পদ্মের বাগান করব,
বলো,তুমি কি আমার প্রেম হবে?!
যদি হও তবে হয়েই যাও,
না হও দূরে চলে যাও,দৃষ্টির অপাশে,
যদি হতে চাও আমার প্রেমিক - একটু তোমার আলাদা হতে হবে,
যেখানে ভিন্নতার স্বভাব,যেখানে আমি চুম্বক,উত্তরের সাথে দক্ষিনের
অমিলের মিলে আমি এক মিলন,সেখানে তুমি উত্তরীয় না হও আবার
দক্ষিনা বাতাসও না হও,তুমি শুধু আমার হও,আমি তোমাকে গড়ে নেব,
অথবা গড়ব না তোমার রাজত্ব দেখব কিভাবে তুমি সাম্রাজ্য জয় করো,
কিন্তু আমাকে কুর্নিশ করতে বলো না কারন আমি মনি মাথায় পরার,
মাথা ঝুঁকাই না,তুমি আমার শিরোমনি হও,আমি তোমাকে মাথায় বসাব কিন্তু মাথা পেতে নয়,পিরামিড়ের মত থাকব আমরা দুজন,
বলো তুমি আমার এক ভিন্নরকমের প্রেম হবে কিনা?
লোকজ প্রেম আমি চাই না,
একইরকম যা দেখতে-শুনতে,গন্ধে,স্পর্সে,চিত্রপটে,পরিস্থিতিতে,
তুমি একটু পৃথক হও সবার থেকে,
তবেই না তুমি আমাকে আকৃষ্ট করতে পারবে,
দেখতে কি পাও না বাগানের মধ্যে আমি একপত্রী ফুল?
সবচেয়ে আলাদা-সবচেয়ে বিচ্ছিন্ন আমার সুর?!
তুমি তাহলে কিভাবে আশা করো আমার প্রেম সাধারণ হবে-আমি
হবো সাধারণ?!
তুমি আমার কালের ঘড়ি হলে তোমাকে নিয়ে পৃথিবীর
কক্ষে তার অক্ষে সূর্যকেও চ্যালেঞ্জ জানাব আমরা চন্দ্র-সূর্য-মৌর্য সব
ঘুরে ফেলব,এই করলাম শপথ,
বলো,তুমি আমার প্রেম হবে কিনা?
করলাম প্রেম নিবেদন।