তাঁ‌বেদা‌রি ক‌রে
চে‌টেপু‌টে সব
কিচ্ছু বলার রা‌খেনা,
তু‌মি একা নও,
আ‌মি একা নই,
একা একা কেউ থা‌কেনা।
‌তোমা‌তে আমা‌তে
সমান্তরা‌লে
অপরূপ অ‌ধিকার,
কিছু তু‌মি দাও,
বা‌কি আ‌মি ঢা‌লি,
এই নি‌য়ে সংসার।