বয়স বে‌ড়ে‌ছে, মনটা তবুও
হার‌কে চায় না মান‌তে,
মৃত্যুর পর দেখা হবে, চাই
সময় তা‌রিখ জান‌তে।

পাক্ দুই চার, কম ছি‌লো না‌কি,
এভা‌বে কিভা‌বে পালা‌লে ?
অন্ধকা‌রের কারাগা‌রে আ‌মি,
কোথায় আগুন জ্বালা‌লে ?

সংসার ছে‌ড়ে থাক‌তে চাই‌নি,
‌তি‌লে তি‌লে তি‌লে বোনা,
বেঁ‌ধে বেঁ‌ধে ভা‌লোবাসার বাঁধ‌নে
ইঁদুরের আনা‌গোনা।

যা কিছু বেঁ‌ধেছি, গিট্ খু‌লে ও‌ড়ে,
তোমার বাউল হাওয়ায়,
ইঁদু‌রের সা‌থে ছার‌পোকা জো‌টে
স্বেচ্ছাচারী চাওয়ায়।

আমার ক‌বিতা প‌ড়ে আর কেউ,
রা‌ত্রে ঘুমা‌তে যা‌বে না,
অনাগত দি‌নে না বলা কথারা,
ইথা‌রের দেখা পা‌বে না।