শ্রাব‌ণের খোঁজ কর‌বো না আর,
না ব‌লে চ‌লেই গে‌লো,
কাঁদ‌তে পা‌রিনা, বুক জু‌ড়ে সব,
সাদা মেঘ, এ‌লো‌মে‌লো।
শ্রাবণ ফির‌বে, শরৎ ফির‌বে,
সাদা মেঘ ফের ভাস‌বে,
জেদ ক‌রে ভা‌বি, তু‌মিও আস‌বে,
আস‌বে না, শুধু হাস‌বে।