তার ছেঁড়া হলে বোঝাবে কি করে
রেকর্ড যা বাজে ভাঙ্গা?
পদ্মলোচনে বিশ্বাসী মানে
তস্যকালাও রাঙ্গা।
আগাছা যখন গোনায় নাও না,
শুরুটা ঘাসের আড়ে,
দেরী হয়ে যায় বুঝতে আগাছা,
ঘাসকে ছাপিয়ে বাড়ে।
বিশ্বাস আসে মোলায়েম ঘুষে,
বেকুবের দরবারে,
যুক্তি কখনো একলা হাঁটলে,
দশজন মিলে মারে।