বেড়া দি‌য়ে দে‌খি সীমানা ঘেরাও,
আ‌মি হা‌সি পেট দু‌লি‌য়ে,
তর না সই‌লে বেড়াও টে‌কেনা,
কাঁঠাল পাকাও কি‌লিয়ে।
বি‌ল্ডিং, ঘর সংসার গা‌ড়ি,
ছুট‌ছে কোনটা দাঁ‌ড়ি‌য়ে,
মানু‌ষের সীমা মানুষ ভা‌ঙে,
আ‌গের সীমা‌কে ছা‌ড়ি‌য়ে।