পদে পদে পদে প্রতিবন্ধক
কেন দাও তুমি, জানিনা,
পথে কাঁটা, পিঠে চাপড়, মুখের
মিথ্যা বুলিকে মানিনা।
কবুতর শুধু পরীক্ষা চায়,
মেটে না মনের দ্বিধা,
বক্ বক্ গুলো বাকুম বাকুম
লিখে যায় কবি কবিতা।
যতভাবে খুশি বেঁধে রাখো তারে
যা খোলার সে তো খুলবেই,
লাঠিপেটা সাপ মরবার আগে,
শেষবার ফণা তুলবেই।
নিয়মের নামে অস্থিরমতি
কতবার কত কথা কয়,
সময়ের বেড়ে, স্তবকের জেরে
কেউ কেউ দিশেহারা হয়।
এটা ওটা করে হয়রান করো,
এটা ওটা করো, মানো তো?
দাবিয়ে রাখার ফলাফলে দেশ
স্বাধীন হয়েছে জানো তো ?