মাথামোটা নই তবে
মোটা চামড়ার গুণে,
করি কাজ, টিটকারি,
হাসি মুখে যাই শুনে ;
আজকাল রাস্তায়
মুখ গুঁজে বসে থাকি,
থাপড়াই, চাপড়াই,
বুকটা ফাটাতে বাকি ;
সব ছাড়্ দেই কেউ,
ছাড়্ তাই দিলো না,
মনে হয় চামড়াটা
অত মোটা ছিলো না।