বারবনিতার কালশিটে চোখ ;
রাত্রে মেকাপ সারাবেই,
ঘড়ির ব্যাটারি, টিভির রিমোট,
তালার চাবি হারাবেই।
দুষ্ট ছেলেরা টার্গেট করে
কাউকে বিকালে পেটাবেই,
দুষ্ট মেয়েরা টার্গেট করে
কাটা ঘায়ে নুন ছিটাবেই।
ঘটনার পিছে ঘটনা থাকেই
ভালো কি মন্দ জানিনা,
গায়ে পড়ে দেয়া ফতোয়া তোমার
জেনে রেখো আমি মানি না।