সারাইওয়ালার গুণে
অচল ঘড়ির কাঁটা
আবার সচল হলে
হাতে ফের শোভা পায়,
পুরাতন প্রেমিকার
প্রত্যাবর্তনে
না বলা কথার দেশে
বসন্ত দোলা খায়।
জোয়ার ভাটার মতো
অচল সচল হলে
পুরাতন প্রেমিকাও
কোথাও নতুন হয়,
বহুমাত্রিক বোধে
সারাইওয়ালার দোষে
কিছু পাখি ঘরে ফেরে,
বাকি আকাশেই রয়।