মনে পড়ে আমি প্রথম জীবনে
কখন কোন্ টা পেয়েছি,
মায়ের হাতের পিটুনি প্রথম,
প্রথম কখন খেয়েছি।
প্রেম মানে ভরা সুখেও অনেক
না বলা বুকের ব্যথা,
মনে পড়ে যায় তোমার কথায়,
তোমার আমার কথা।
যুদ্ধের মাঠে হেরেছি, জিতেছি,
বেঁচে গিয়ে কত মরেছে,
মনে পড়ে কতো ইতর আমার
সময় নষ্ট করেছে।
আজ ঘরভরা মানুষ, মানুষে
ঘরটা আমার ভরে,
মরে গেলে সব চলে যায়, আমি,
একলা একটা ঘরে।
জীবন মৃত্যু দুটোই যখন
চোখের সামনে আজ,
মনে পড়ে যায়, বলা না বলা,
জীবনের কারুকাজ।