আমার নাটাই, আমার ঘুড়ি
যখন তোকে পায় না,
এমন হলে জেদ ধরে কই
"এক্ষুনি আয়" বায়না।
স্মৃতির পাতায় যাইনা দেখে
ভাবিস, যেতে চায় না,
শ্বাসের এত ওজন কেন?
বুকের ভেতর সব লুকানো,
তুই আর আমি, তুই আর আমি
কক্ষনো হারায় না।
সম্মানিত কবি Suman এর কবিতা "হারিয়ে যাওয়ার গল্প" থেকে অনুপ্রানিত।