হল ভরা লোক, হিট সিনেমা,
বাথরুম যাওয়া দরকার,
মশগুল বাবা, শুনে নিয়ে গেল,
আমি যেন তাঁর সরকার।
লক্ষ লোকের এস্তেমা বা
ঈদ গা, বাজার, খেলাতে,
ঙ তিন আট নয় পাঁচ এ চড়ে,
আমি আর বাবা মেলাতে।
তিনি উত্তরে, আমি দক্ষিণে,
আজো আছি এক বাড়িতে,
পরতে পরতে কোটি স্মৃতি কথা
ভুলি কোন্ তাড়াতাড়িতে ?