অভিধান ছাড়া "সমতা" পাই না,
"ঝলসানো রুটি" জ্বলছে,
"কেউ পাবে আর কেউ পাবে না",
ক্রমাগত শুনি বলছে।
হাসপাতালের কেবিন কে পায়,
বারান্দা কার, জানো না?
তিনি বেনসন, তুমি ডার্বি,
সমান্তরালে টানো না?
"আব্দার" নামে প্রাপ্য খুইয়ে
মামাবাড়ি কেন বুঝবো?
হাত পেতে নয়, সর্বাত্মকে
আমার প্রাপ্য খুঁজবো।