সুখের ভাষা হাসির মধ্যে,
দুঃখের ভাষা কান্নায়,
ক্রোধের ভাষা গালিতে, গালিতে,
ক্ষুধার জবাব রান্নায়।
বরফের খোঁজ গরম লাগলে,
গরমের খোঁজ ঠান্ডায়,
চরমের খোঁজ নাতিশীতোষ্ণে,
গানের জবাব গানটায়।
ভাষা, খোঁজ আর জবাবে জড়ানো,
না বলা স্বার্থগন্ধ,
তিল্ তাল হয়ে গণেশ উল্টে,
ভালো হয়ে যায় মন্দ।
কি করে কি করি, ভাবতে ভাবতে,
যখন উপায় পাইনা,
বুঝি রীতি, তিল্ ,ঐটাই থাক্, তিল্ ,
তাল হোক চাইনা।