রাত বিভীষিকা, আমার অশনি
বারবার চলে আসে,
মাথায়, খাতায়, চোখের পাতায়
বসবাস তার শ্বাসে।
জ্বালায়, পোড়ায়, তাতায়, কাঁদায়
আমাকে পাগল করে,
অবশেষে আমি চিৎকার দেই
তোমার ঘুমের ভোরে।
কখনো ভেবো না, আমি হেরে গেছি,
ওভাবে আমাকে এঁকো না,
সূর্যমুখীর সঙ্গী হয়ে
ফিরে আসি ফের, দ্যাখো না?