এক থ্রো এ বল কোথায় পালালো,
জানিনা, জানতে চাই না,
বাহ্বা কোথায়, গালিতে গালিতে,
পালাবার পথ পাই না।
গালি তাও ঠিক, চেনেনারা ভাবে,
বোধহয় বিক্রি হয়েছি,
এইসব ব্যথা কালকে অবধি,
মুখবুজে আমি সয়েছি।
আজকে আমাকে সবাই চেনে,
কি জানি, কি যেন হলো,
আমার থ্রো এর প্রশংসাতে
শতমুখে কলো কলো।