আমি জানি কত সুন্দর ছিল
পথ ঘাট ঘর বাড়ি,
তাড়া ছিল যেন সাড়া পড়ে যেতো
"কাম সার্প" তাড়াতাড়ি।
আমি জানি কত মোহময় ছিল
রং রূপ আলো ছায়া,
সুতোকাটা ঘুড়ি হয়ে আজো আছি
কাটিয়ে তোমার মায়া।
আমি জানি কবে শ্বাস ভারী হয়,
চলে আসে চোখে পানি,
হাতছাড়া করে অভ্যাসবশে
খুঁজে মরি হাতছানি।
মানি নাই, জানি চলতে পারেনা,
দ্যাখো সব মেনে নিয়েছি,
জানা নেই আমি আমার আমিকে
কি বলে প্রবোধ দিয়েছি।